Welcome to the world of BANDHAN

BANDHAN FOUNDATION for YES
(Literature-Culture, Science-Technology, Health-Wealth-Sports and an Islamic organization for the children.)

Copyright@ 1998-2009, All rights reserved by the Author and Bandhan Foundation.

Thursday, June 26, 2008

Life Style হায়রে দেশ! হায়রে! সমাজ.........

... মাঝে মধ্যে সত্যিই খুব খারাপ লাগে। কেমন জানি নিজের প্রতি ক্ষোভ হয় প্রচন্ড কষ্ট পাই। কোন দিকে এগিয়ে যাচ্ছি আমরা? এত অধ:পতন আমাদের? কেন? কিসের অভাব? কি নেই আমাদের?

রাস্তা, পথ-ঘাটে চলতে ফিরতে গেলে নিজেকে খুব অসুস্থ বলে মনে হয়। উঠতি বয়সের ছেলে-মেয়ে এবঙ যুবক ভাই-বোনদের একি Life Style একি জীবনযাত্রা, এ কেমন সঙস্কৃতি? এ কেমন আচার-আচরণ? স্কুল-কলেজ এরা কেনই বা যায় আর কি বা তাদের শিক্ষা দেয়? বড্ড সঙশয় হয়!

নিজেদের সুস্থ সঙস্কৃতি ভুলে গিয়ে অহরহ চর্চা করে চলেছে অসুস্থ ভিনদেশী অপ সঙস্কৃতি যার সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নেই। অথচ এই ধার করা কালচার প্র্যাকটিশ চলছে প্রতিযোগীতার ভিত্তিতে। কে কার চেয়ে কত বেশী?

কলেজগামী ছেলে-মেয়েরা ডিম লাইট রেষ্টুরেন্ট এ গিয়ে আড্ডা দিচ্ছে... সাইবার ক্যাফেতে অন্ধকার রুমে বসে চর্চা করছে অপ-সঙস্কৃতি যার ফলে বেড়েই চলেছে সাইবার ক্রাইম... মুঠো ফোনের সুবাদে অহরহ আদান-প্রদান চলছে নগ্ন নেট পিকচার... ইত্যাদি।

এদের এসব অসুস্থ প্রতিযোগীতার ক্ষেত্র থেকে আমাদের চলার পথ পর্যন্তো রক্ষা পায়নি। চলার পথে হরহামেশাই চোখে পড়ে রিক্সা কিঙবা বেবী টেক্সি তে করে দু'জন ছেলে-মেয়ে অশ্লীল, দৃষ্টি কটু ো বেহায়াপনা ভং্গিতে এত কাছাকাছি বসে এমন সব আচরণ করেন যা খুব সহজেই চোখে পড়ে এবঙ বিবেককে প্রচন্ড নাড়া দেয়........ ছি‍! ছি‍‌‌! ছি!

No comments:

Ad Management