Welcome to the world of BANDHAN

BANDHAN FOUNDATION for YES
(Literature-Culture, Science-Technology, Health-Wealth-Sports and an Islamic organization for the children.)

Copyright@ 1998-2009, All rights reserved by the Author and Bandhan Foundation.

Tuesday, November 25, 2008

ব্যাচেলর বাসা ভাড়া হবে কি?

ব্যাচেলর বাসা ভাড়া হবে কি?
ব্যাচেলর শব্দের শাব্দিক অর্থ দাড়ায়- অবিবাহিত। বাসা হলো সামাজিকভাবে বসবাসের জন্য উপযুক্ত ও নিরাপদ স্থান। ভাড়ার মানে লাগিয়ত দেয়া, ঋণ দেয়া বা টাকার বিনিময়ে খাটানো। সবকিছু মিলে দাড়াল অবিবাহিত লোকজনকে টাকার বিনিময়ে বাসা ভাড়ায় খাটানোই হল ব্যাচেলর বাসা ভাড়া। কিন্তু এতকিছুর পরও বাসার মালিক বুঝতে চেষ্টা করেন না এই ব্যাচেলর মানুষটিকে, মুল্যায়ণ করতে চান না একজন সামাজিক জীব হিসেবে। প্রশ্ন জাগে, তিনি কি ব্যাচেলর ছিলেন? নাকি সরাসরি কোন (?) থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? হযতোবা এরা বাল্য বিবাহের শিকার!

সামাজিক জীবনে প্রত্যেকটি মানুষই সৃষ্টির নিয়মে প্রথমে শিশু হয়ে ভুমিষ্ট হবার পর প্রচলিত আইন অনুযায়ী ১৮ বৎসর পর্যন্ত খোকাই থাকেন। এরই মধ্যে শুরু হয় সামাজিক ভাবে বেড়ে উঠার প্রতিযোগিতা, প্রচেষ্টা আর সংগ্রাম। পড়াশোনার পাঠ চুকিয়ে প্রতিষ্ঠা হবার লড়াই...। তারপর সেই আদিম নিয়মেই একটি মনের সাথে বাধে সংসার নামের ঘর। ছোট্ট একটি বাসা। আর এর আগ পর্যন্ত বাবা-মায়ের সাথেই থাকেন সাধারণত। কিন্তু যার কোন সুযোগ নেই বাবা-মায়ের সাথে থাকার। তার কি উপায়? তাকেই কষ্ট করে শহরের ৫২ বাজার ৫৩ অলি-গলি খুজে বের করতে হয় ব্যাচেলর বাসাটি! তারপরও কি পাওয়া যায়, সোনার হরিণ...?

আমরা সবাই সামাজিক জীব। তারপরও কেনইবা এমন দৃষ্টিভঙ্গি সমাজের এই মানুষগুলোর?
আশা করছি, আমরা আমাদের এহেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে সক্ষম হবো। সমাজে সহ অবস্থানের মাধ্যমে তাদের চলার পথকে একটু সহজ ও গতিময় করতে সহায়ক হবো।

Ad Management